শিরোনাম :
বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত যে মুরগি আড়াই বছর বেঁচে ছিল মাথা ছাড়া রোজা শুরুর আগেই লেবু-শসার-বেগুনে দামে আগুন ১ মিনিট ৪৪ সেকেন্ডের শাকিবের ভিডিও নিয়ে যা ভাবছে ভক্তরা হাতিরঝিলে মোটরসাইকেল ছিনতাই-সংক্রান্ত ভিডিওটি সর্তকতামূলক শুটিংয়ের দৃশ্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, অপেক্ষায় নতুন দলের আত্মপ্রকাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, অপেক্ষায় নতুন দলের আত্মপ্রকাশের বিএনপির ২ নেতা অংশ নেবে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের জনসমাগম নিয়ে যা জানালেন নাসির উদ্দিন পাটোয়ারী

ক্যারিয়ারে দীর্ঘ সময় পর শাহরুখকে বিয়ে নিয়ে কাজল যা বললেন

  • আপডেট সময় : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 11 পাঠক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সুপারস্টার শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব প্রবল। ক্যারিয়ারে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয়ও করেছেন। বলতে গেলে শাহরুখ-কাজল জুটিকে বলিউডের শত বছরের ইতিহাসে সেরা জুটি হিসেবেই ধরা হয়।

তবে পর্দায় দুজন বার বার এক হলেও ব্যক্তিজীবনে কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনকে। আর শাহরুখ বিয়ে করেন গৌরীকে।
তবে যদি শাহরুখ-কাজলের বিয়ে হতো? এমন প্রশ্ন ও আক্ষেপ প্রায়ই শোনা যায় ভক্তদের ‍মুখে। সম্প্রতি সেই প্রশ্নই উঠে এলো আরেকবার।

কাজলও মজা করে তার জবাব দিয়েছেন। যে জবাব এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ইনস্টাগ্রামে কাজল নিয়মিতই মজাদার এবং হাস্যকর উত্তর নিয়ে ‘আস্ক মি এনিথিং’ সেশন পরিচালনা করেন। সেখানে বলিউড অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি তিনি তার স্বামী হিসেবে অজয় দেবগণকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল মজা করে উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, ‘সেই ব্যক্তির (শাহরুখ) কি প্রস্তাব দেয়া উচিত না’?

তিনি মজার ভঙ্গিতে বলতে চেয়েছেন, সাধারণত পুরুষরাই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব দেয়।

এক্ষেত্রে নারীকে দায়ী করা ঠিক নয়। শাহরুখ যে কাজলকে বিয়ের প্রস্তাব দেননি সেটাও মজার ছলে বুঝিয়ে দিলেন তিনি। তার এই উত্তর সবার নজর কেড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।

কাজল সবসময় শাহরুখ খানকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’ হিসেবে বর্ণনা করেন। যখন তার কাছে প্রশ্ন করা হয়, অজয় দেবগণ বা শাহরুখ খান, কে তার পছন্দের সহ-অভিনেতা? কাজল হেসে উত্তর দেন, ‘সিচুয়েশনের ওপর নির্ভর করে।

কাজল আরও কিছু মিষ্টি দিক শেয়ার করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রকাশ করেছেন, অজয় দেবগণ তার প্রথম ক্রাশ ছিলেন। তিনি বলেন, ‘আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি!

শাহরুখ খান এবং কাজল বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘বাজিগর’-এর মতো কালজয়ী ব্লকবাস্টার। তিন দশকে দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়েছেন এ জুটি। সব প্রজন্মের কাছেই বলিউডের সেরা জুটি হিসেবে বিবেচিত শাহরুখ-কাজল।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *