শিরোনাম :
বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত যে মুরগি আড়াই বছর বেঁচে ছিল মাথা ছাড়া রোজা শুরুর আগেই লেবু-শসার-বেগুনে দামে আগুন ১ মিনিট ৪৪ সেকেন্ডের শাকিবের ভিডিও নিয়ে যা ভাবছে ভক্তরা হাতিরঝিলে মোটরসাইকেল ছিনতাই-সংক্রান্ত ভিডিওটি সর্তকতামূলক শুটিংয়ের দৃশ্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, অপেক্ষায় নতুন দলের আত্মপ্রকাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, অপেক্ষায় নতুন দলের আত্মপ্রকাশের বিএনপির ২ নেতা অংশ নেবে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের জনসমাগম নিয়ে যা জানালেন নাসির উদ্দিন পাটোয়ারী

রাজের উদ্দেশে পরী, ‘সো-কল্ড’ বাবা দরকার নাই

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 15 পাঠক

পর্দার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয়ে আলোচনা-সমালোচনা থাকলেও, নিজেকে তিনি প্রমাণ করেছেন এক সংগ্রামী নারী এবং দায়িত্ববান মায়ের ভূমিকায়। বিচ্ছেদের পর একাই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর দেখভাল করছেন তিনি।

তবে মাঝেমধ্যেই সাবেক স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের দিকে অভিযোগের আঙুল তুলেন তিনি। এবারও তেমনই ইঙ্গিত মিলল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক আবেগঘন ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত এক নয়, সোনা! মা হয়ে দেখো শুধু। সন্তানের গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না, আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর হলে মায়ের যেন দম বন্ধ হয়ে আসে। একা মা হয়ে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন, তা কেবলমাত্র মা-ই বুঝতে পারেন।

গেল বছরের শেষ দিকে শরীফুল রাজকে দেখা গিয়েছিল সন্তান রাজ্যকে নিয়ে ঘুরে বেড়াতে। সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল বাবা-ছেলের খুনসুটি। সে বিষয়টির ইঙ্গিত দিয়ে পরীমণি লেখেন, রাত জেগে নেটফ্লিক্স দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, লং ড্রাইভ বা ফেসবুক স্ক্রলে সময় কাটানো হয়তো অনেকের কাছে উপভোগ্য। কিন্তু দায়িত্বের বেড়াজালে আবদ্ধ জীবন অনেকের কাছে অসহনীয় ঠেকে। কার কাছে? তাদের কাছে, যারা সুযোগ বুঝে সন্তানের সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ড করে মিথ্যা আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাতৃত্বের সংগ্রাম নিয়ে পরীমণি লেখেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে। যারা প্রকৃত বাবা, তারা সন্তানের জন্য সব করেন, সব আগলে রাখেন। কিন্তু আমার সন্তানের জন্য এমন ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই। এতদিনে এটা প্রমাণিত হয়েছে।

পোস্টের শেষে পরীমণি স্পষ্টভাবে জানান, আমি আমার সন্তানের মা-বাবা, কারণ সে সেটাই বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বোঝানোর মতো তোমার জীবনে আর কিছুই নেই। আমি সব মাফ করলেও, আজীবন আমার এই ঘৃণার মধ্যে তোমাকে বাঁচতে হবে। মরে গেলে তো মরেই যেতে, হাসপাতালে আপডেট যায় তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন?

বলে রাখা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন শরীফুল রাজ-পরীমণি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই তারকা দম্পতির ঘর আলো করে আসে সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরী।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *