শিরোনাম :
আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তা নোয়াখালী চাটখিলে সন্ত্রাসীদের হামলায় আহত গৃহবধূ নোয়াখালী সেনবাগে নিঃসন্তান গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে নোয়াখালী সুবর্ণচরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু নোয়াখালী সদরে পেটের ব্যথা যন্ত্রণায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা সারাদেশে কঠোর লকডাউন-মাঠে টহলে থাকবে সেনাবাহিনী,পুলিশ,বিজিবি, র‌্যাব নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রীর সাথে অভিমানে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালীতে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক নোয়াখালী সোনাইমুড়ী প্রেসক্লাবে “যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালী সুবর্ণচরে পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবিতে চাদপুরের প্রেমিকার অনশন

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ২৯, ২০২১
  • 162 পাঠক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়খালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন করেছে কিশোরী প্রেমিকা (১৭)।

গত ২৭ জুন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়ীতে অনশন করেন কিশোরী। ঘটনার সময় পলাতক ছিলেন প্রেমিক আলাউদ্দিন।
শত শত এলাকাবাসী ভিড় করেন প্রেমিক আলা উদ্দিনের বাড়ীতে অনশনরত কিশোরী কে দেখার জন্য।
অভিযুক্ত প্রেমিক আলা উদ্দিন (২১) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের পুত্র।কিশোরী অভিযোগ, ২০১৮ সালের শেষের দিকে আলা উদ্দিন চাঁদপুর হাজিগঞ্জের মোহাম্মদপুর গ্রামে তাদের পাশের বাড়ীতে টিউবয়েল বসানোর কাজ করার সুবাদে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে আলা উদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিত। পরে দীর্ঘ দিন ফোনে কথা বলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। আলা উদ্দিনের বাবা-মা তাকে মেনে নিতে রাজি নয় বিধায় প্রেমিক আলাউদ্দিন বিয়ে করতে অস্বীকার করে। কিশোরীর বাবা সহ ৩ নং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসারের কাছে মৌখিক অভিযোগ করলে ছেলে লুকিয়ে থাকায় চেয়ারম্যান ছেলেকে হাজির করবে মর্তে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেন এবং ১ মাসের সময় নেন।
কিশোরী বলেন গত ২০ জুন আমি জানতে পারি আলা উদ্দিনের সাথে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে। পরে আমি আলা উদ্দিনের বাড়ীতে এসে অবস্থান নিলে তার পরিবারের সদস্যরা আমাকে গালমন্ধ করে বের করে দেয়। আলা উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। উপায়ান্তর না দেখে আজ সকালে তার বাড়িতে অবস্থান করি। আলা উদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলা উদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তাহলে আমি এখানেই আত্নহত্যা করবো।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *