শিরোনাম :
আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তা নোয়াখালী চাটখিলে সন্ত্রাসীদের হামলায় আহত গৃহবধূ নোয়াখালী সেনবাগে নিঃসন্তান গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে নোয়াখালী সুবর্ণচরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু নোয়াখালী সদরে পেটের ব্যথা যন্ত্রণায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা সারাদেশে কঠোর লকডাউন-মাঠে টহলে থাকবে সেনাবাহিনী,পুলিশ,বিজিবি, র‌্যাব নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রীর সাথে অভিমানে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালীতে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক নোয়াখালী সোনাইমুড়ী প্রেসক্লাবে “যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালী সুবর্ণচরে পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

চাটখিলে ছিন্নমূল শিশুদের আলোকিত করছে ‘আলোর দিশারী স্কুল’

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 343 পাঠক

মোহাম্মদ ফরিদ-

নোয়াখালী চাটখিল পৌরসভায় ছিন্নমূল শিশুদের আলোকিত করতে অল অব ওয়ান বিডি চাটখিল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘আলোর দিশারী স্কুল’। প্রতিদিন সকাল ১০ থেকে ২টা পর্যন্ত ৩২ জন ছিন্নমূল শিশু স্কুলে পড়ালেখা করছে। শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে পাঠদান, শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা।

সরেজমিনে পৌরসভার প্রধান সড়ক সংলগ্ন এলাকায় নির্মিত ‘আলোর দিশারী স্কুলে’ গিয়ে দেখা যায়, আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। সংগঠনের সদস্যরা যত্ন সহকারে শিক্ষার্থীদের পাশে বসে পড়া ধরিয়ে দিচ্ছে এবং লেখার কাজে সহযোগিতা করছে। প্রতিদিনের শিক্ষা কার্যক্রম চলে একই নিয়মে।

পাঠদানের পাশাপাশি রয়েছে প্রতিদিন সংগীত চর্চা, আবৃত্তি চর্চা, চিত্রাঙ্কন ও খেলাধুলাসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম। এছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়। ফলে ছিন্নমূল পরিবারের শিশুদের পড়ালেখায় আগ্রহ বাড়ছে।

মো. আকাশ নামের এক শিশু জানায়,এই স্কুলের ভাইয়া আপুরা খুবই আদর করে পড়ায়। আমরা এখানে আসলে খেলতে পারি আবার খাবারও পাই। তাই অনেক ভালো লাগে। মিতু নামের আরেক শিক্ষার্থী জানায়, ঘরের পাশেই স্কুল হওয়াতে আসতে পারি। কোন খরচ লাগে না। আমাদের পাড়ার সব শিশুরা এখানে আসে তাই ভালো লাগে।

সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ জাসেম আলম জানায়, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করার লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারিতে তারা ৫০জন যুবক মিলে এই স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে। গঠনের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপন ও রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে।

সংগঠনের সভাপতি কামরুল ইসলাম জানায়, পৌরসভার এই এলাকায় প্রায় ২৫টি ছিন্নমূল পরিবার রয়েছে। এইসব পরিবারের প্রায় ৪০/৫০জন শিশু স্কুলের যাওয়ার উপযুক্ত। দারিদ্রতা, পরিবারের অনীহাসহ নানা কারণে শিশুরা মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত। তাই শিশু দের কথা চিন্তা করে আমরা স্কুলটা করেছি। সকলের সহযোগিতা পেলে ওদের জন্য স্থায়ী কিছু করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া আমাদের আরেকটি উদ্দেশ্য হলো শিশুদের মধ্য থেকে প্রতিভা খুজে বের করে আনা।

উল্লেখ, গত পহেলা অক্টোবর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম উক্ত স্কুলের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *