নোয়াখালীতে ইয়াবা সহ নারী গ্রেফতার, কারাগারে প্রেরন

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 620 পাঠক

ফখর উদ্দিন নোয়াখালী-

নোয়াখালীতে ইয়াবা সহ পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গত ৯ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজ চরা বাংলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেন।

গ্রেপ্তারকৃত পারভীন বেগমের বাড়ি পশ্চিম মাইজ চরা গ্রামে। শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদে ভিত্তিতে সুধারাম মডেল থানার এস আই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ বাংলা বাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে থেকে পারভীন বেগমের ব্যাগ তল্লাশি চালিয়ে ১৫০০টি ইয়াবা উদ্ধার করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পারভীন বেগম, আরিফ নামে তার এক মামা সহ যৌথ ভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করেন। পারভীনকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা পাঠাতেন তার মামা। পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলাও রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *