সোনাইমুড়ি প্রতিনিধি –
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমানকে প্রচেষ্টা জন কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
গত ১০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে প্রচেষ্টা জন কল্যাণ ট্রাষ্টের পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই ফুলের শুভেচ্ছা প্রদান করেন। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান এসময় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকল উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
উক্ত শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা জন কল্যাণ ট্রাষ্টের সভাপতি আবদুর রহমান (সাওন), সাধারন সম্পাদক জুয়েল হোসেন (মিলন), সহ- সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভূঁইয়া (সুমন) , রুবেল মাহমুদ সহ সকল স্বেচ্ছাসেবকরা।
Leave a Reply