নোয়াখালী সোনাইমুড়ী প্রেসক্লাবে “যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বুধবার, জুন ৩০, ২০২১
  • 388 পাঠক

সোনাইমুড়ি প্রতিনিধি-

নোয়াখালীর সোনাইমুড়ীতে পাঠক নন্দিত জনপ্রিয় “দৈনিক যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গত ৩০ জুন বুধবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে ” উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল ইসলাম,ওসি গিয়াস উদ্দিন,সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান(খলিল), সোনাইমুড়ী কলেজের সাবেক এজিএস জহির উদ্দিন, মোতালেব প্লাজার স্বতাধিকারী ও যুবলীগ নেতা মোঃহিরণ পাটোয়ারী, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর সামছুল আরেফিন জাফর, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিন” পত্রিকা প্রতিনিধি ও সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম

এসময় আরো উপস্থিত ছিলেন,(দৈনিক ভোরের ডাক) প্রতিনিধি, শাহাজাহান আলম ভূঁইয়া, (আমাদের অর্থনীতি) মামুনুর রশিদ, (আমাদের সময়) গুলজার হানিফ, (এশিয়ান টিভি), ইয়াকুব আল মাহমুদ, (মানব জমিন) আমিনুল ইসলাম মানিক,(আমার বার্তা ও সময়ের কলম প্রতিনিধি) মোরশেদ আলম,(দৈনিক জাতীয় নিশান) টি.এ সেলিম, (আমার সংবাদ) মোঃ জসিম, (বাংলাদেশের খবর) দিদারুল ইসলাম, (৭১টিভি/বাংলাদেশের আলো) অনুপ সিংহ, (এশিয়ান টিভি উত্তর/গণমুক্তি) মাহবুব আলম, (কলকাতা টিভি) মোঃ সেলিম, (মুসলিম টাইমস) জসিম উদ্দিন রাজ, (দৈনিক জাতীয় নিশান) মোহাম্মদ উল্যাহসহ আরো অনেকে।
এসময় বক্তারা “দৈনিক যায়যায়দিন” এর উত্তরোত্তর মঙ্গলকামনা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *