সোনাইমুড়ীতে পুলিশের হাতে গনধর্ষণ মামলার আসামী রিপন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ১৫, ২০২১
  • 172 পাঠক

মোরশেদ আলম, সোনাইমুড়ী –

সোনাইমুড়ীতে গনধর্ষণ মামলার আসামী রিপন ওরফে রিপা (২২)গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ১৩ জুন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাংলাবাজার এলাকা হতে গ্রেফতার করে তাকে। গ্রেফতারকৃত আসামী বজরা বাজারের বাচ্চু মিয়ার ছেলে (রিপন)।

উল্লেখ্য, নোয়াখালীর জেলার সোনাইমুড়ী উপজেলার পশ্চিম বজরা গ্রামের রিক্সা চালক আবু জাহেরের কন্যা বিলকিছ আক্তার (১১)কে গত ১১ই মে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঐ গ্রামের আবুলের দোকানে মোবাইলের মিনিট কার্ড কিনে বাড়ী ফেরার পথে, একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব (২৩) ও বাচ্চু মিয়ার ছেলে রিপা (২৮) মেয়েটির গতি রোধ করে তার মুখে গামছা পেছিয়ে কাচারী স্কুলের পাশে নির্জন ধান ক্ষেতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালাউদ্দিন (২৯) তাদেরকে পাহারা দেয়।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।
কিশোরীর মা জহুরা বেগম বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে (যার নং-২৮)। যা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *