ছবি: সংগৃহীত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রধান শিক্ষক আবুল কাশেম। গত ৪ ডিসেম্বর অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশে ৪২ জন শিক্ষককে বদলি করা হয়। তাদের মধ্যেই রয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বদলি আদেশে তাকে প্রায় ৪০০ মাইল দূরের বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসে আবুল কাশেম বলেন, “আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই। আমার মতো অনেক শিক্ষক—যারা তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—তাদেরও বিভিন্ন জেলা ও বিভাগে বদলি করা হয়েছে। আরও অনেকে বদলি হতে পারেন।”
তিনি আরও জানান, “অবিলম্বে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। সে জন্য যদি জেলে যেতে হয়, তাও প্রস্তুত আছি।”
এদিকে, ফুলপুরে প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সব পরীক্ষা স্থগিত হয়েছিল। অভিভাবকদের দাবি এবং পরিস্থিতির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইউএনওর নির্দেশে পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
Leave a Reply