ঘরে কিংবা কাজের জায়গায় যখন তখন লোডশেডিং হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই জিনিসটাই আপনার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় যখন আপনি একটা দরকারি কাজে ব্যস্ত আর ঠিক ওই মূহুর্তেই লোডশেডিং শুরু হয়। আর ঠিক তখনি আপনার মাথায় আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঘরে, স্কুল-কলেজ, অফিস-আদালত কিংবা ব্যবসা-প্রতিষ্ঠান সমস্ত জায়গায়ই লোডশেডিং একটি বড় রকমের আতঙ্কের নাম। আর এই আতঙ্ক থেকে বাঁচতে আস্থা রাখতে পারেন একটি ভালো মানের আইপিএস এর উপর। চলুন তবে জেনে নেই আইপিএস ব্যবহারের আরও কিছু প্রয়োজনীয়তা সম্পর্কে।
আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তার বিস্তারিত
আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
নরমাল বিদ্যুৎ বিঘ্নিত হলে সর্বোক্ষণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা
আইপিএসের একমাত্র অন্যতম কাজ হচ্ছে নরমাল বিদ্যুৎ এর প্রবাহ বিঘ্নিত হলে এর মধ্যে সর্বোক্ষণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। শুধু তাই নয়, নর্মাল বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এটি আবার পূর্বের অবস্থায় ফেরত যায়। অর্থাৎ, আপনার ঘরে কিংবা অফিসের মধ্যে যাতে সর্বোক্ষণ বিদ্যুৎ সরবরাহ চলতে থাকে সেটি নিশ্চিত করে একটি ভালো মানের আইপিএস।
কোন প্রয়োজনীয় অনুষ্ঠানে বিদ্যুতের ব্যাক-আপ এর কাজ করে থাকে
ধরুন, আপনার আগামীকাল কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে যার সমস্ত কিছুর এ্যারেঞ্জ আপনাকে করতে হবে। শুধু তাই নয়, কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে ও যাতে সর্বোক্ষণ বিদ্যুৎ এর ব্যবস্থা নিরবচ্ছিন্ন থাকে সেটিকেও নিশ্চিত করতে সহায়তা প্রদান করে থাকে আইপিএস। ব্যাক-আপের জন্যে আপনি এটিকে অনায়াসেই বেছে নিতে পারেন।
বিদ্যুৎ শক্তি জমা রাখে
আইপিএস তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি জমা রাখতে সক্ষম। ফলে, আপনি আপনার ইচ্ছেমতো এটিকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আইপিএস তাদের বিদ্যুৎ উৎস বন্ধ করে তাদের স্বয়ংক্রিয় সুইচের পরিবর্তনে ব্যাটারিতে বিদ্যুৎ জমা রাখে এবং বিদ্যুৎ উৎস বন্ধ হলে এটি জমাকৃত বা সঞ্জিত বিদ্যুৎ পুনরায় এসিতে রূপান্তরিত করে ও ব্যাটারিতে বিদ্যুৎ জমা রাখে। এটি সেই বিদ্যুৎকে পুনরায় এসিতে রূপান্তরিত করে লোডে সাপ্লাই দেয়।
মন্তব্য
আজকাল ব্যাপকভাবে আইপিএস প্রায়ই সব জায়গাতেই ব্যবহৃত হচ্ছে। বাসা-বাড়িতে এমনকি ফ্যান, লাইট, টিভি ইত্যাদি চালাতেও আইপিএসের কোন জুড়ি নেই। আইপিএসের সুইচিং টাইম সর্বোচ্চ ১ সেকেন্ড ফলে এটি দিয়ে ব্যবহারকারীর কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস রিসেট বা পুনরায় আরম্ভ হয়। আইপিএসকে অনেক সময় হোম ইউপিএস বা ইপিএসও বলা হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এটি স্টেটিক ট্রান্সফারেড সুইচ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। আইপিএস এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে এবং সেই সাথে এটি পালস ওয়াইড মডুলেটেড দ্বারাও সঞ্চালিত হয়ে থাকে।
Leave a Reply