ফয়সাল কবির লক্ষ্মীপুর –
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে গত ১ অক্টোবর বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের সদস্য রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, ৪ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, ৮ নং চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন পাটওয়ারী, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক কৌশিক সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হত দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য জেলা পরিষদ পক্ষ থেকে রায়পুরের বিভিন্ন গ্রামের ৬০ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
সভায় বক্তরা বলেন প্রধানমন্ত্রী সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি দেশে বেকারত্ব দূর ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও এ ধারা অব্যাহত রয়েছে।
Leave a Reply