লক্ষ্মীপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০
  • 465 পাঠক

ফয়সাল কবির, লক্ষীপুর –

বেসরকারী প্রতিষ্ঠান ইউ এস এ আইডি মা-মনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের আওতায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা গত ২৮ সেপ্টেম্বর সোমবার জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান।
জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সেভ দ্য চিলড্রেন ডেপুটি ডাইরেক্টর সালাহ উদ্দিন, টিম লিডার আসাদুর রহমান, সমন্বয়কারী আলী হোসেন জেলা পরিষদের সদস্য মো সাখাওয়াত হোসেন অারিফ প্রমুখ।

সভায় প্রধান অতিথি স্বাস্থ্য সেবা উন্নয়নে সহায়তার জন্য মা-মনিকে ধন্যবাদ জানান। তিনি স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় বক্তারা জেলার মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ের সার্বিক অবস্থা তুলে ধরেন।
সভায় জেলা পরিষদের পক্ষ থেকে চর অঞ্চল ও উন্নয়নে পিছিয়ে পড়া আঞ্চলিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা প্রত্যাশা করেন।

জেলার স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করার জন্য জেলা পরিষদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সহযোগীতা কামনা করেন প্রকল্পের নেতৃবৃন্দ।

এ সময় মা-মনি প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *