লক্ষীপুুর থেকে ভিবি রয় চৌধুরী
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠ গত ২৪ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংসদেের সভাপতি ডা মো.সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন। বাংলা সাহিত্যের দু মহান কবির জীবন ও সাহিত্য সম্পর্কে আলোচনা করেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি শাহজাহান কামাল, সাহিত্য সংসদ এর সিঃ সহ সভাপতি মাহবুবুল বাসার, মোশাররফ হোসেন চৌধুরী ও ভিপি বেলায়েত,যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান ও আনিস আহমেদ এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক ফারুক হোসেন শিহাব। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি রওশন রূবী,ফখরুল ইসলাম, রুবেল আহম্মেদ, ইসমাইল জবি উল্লাহ ও শাফায়েত আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ জেলা সভাপতি কবি এস এম জাহাঙ্গীর, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরী, সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব নূর মোহাম্মদ, সাহিত্য সংসদ এর সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রেজাউল হক রানা প্রমুখ।
সভায় সবার মাঝে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
Leave a Reply