জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
  • 71 পাঠক

ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। রিটের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

৩ ডিসেম্বর দায়ের করা ওই রিটে দাবী করা হয়েছিল, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আর্জিও করা হয়েছিল।

রিটে বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের, কিন্তু বর্তমান ব্যবস্থায় নির্বাহী বিভাগ সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন পরিচালনা করছে। রিটকারী আইনজীবীর অভিযোগ, এই ব্যবস্থার কারণে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন পরিচালনা করলে এটি প্রভাবিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা উচিত।”

হাইকোর্টের এই খারিজের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি চলমান থাকবে এবং কোনো স্থগিতাদেশ কার্যকর হবে না।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *