শিরোনাম :
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, ৩০০ ফিটে সংবর্ধনা জুলাই হত্যাযজ্ঞ মামলা কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুটার ফয়সালের জামিন নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার, আটক ফয়সাল নামে একজন এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হাদিকে হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী আমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে: মির্জা ফখরুল হাদির ওপর হামলায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
  • 52 পাঠক

ফাইল ফটো

লন্ডন থেকে এবার নিজেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ ১৭-১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্যবদ্ধ থাকতে পারলে দল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দু’মাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং দেশের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারেক রহমান বলেন, “আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে। খাদ্যের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *