দক্ষিণ কোরিয়ায় বগুড়া কমিউনিটি ইন কোরিয়া পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও মিলন মেলা।
দক্ষিণ কোরিয়া নিউজ –
প্রবাসে আঞ্চলিক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষে বগুড়া কমিউনিটি ইন কোরিয়া পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ার আনসান মাইগ্র্যান্ট সেন্টারে আয়োজিত বগুড়া প্রবাসীদের শীতকালীন মিলন মেলা অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।
সোহাগ মন্ডলের সভাপতিত্বে সঞ্চালনা করেন শাহীনুর রহমান শাহীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসান শহরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম মোল্লা, নোয়াখালী এসোসিয়েশন ইন কোরিয়ার সাবেক সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, কোরিয়াতে কর্মরত প্রবাসী বাংলাদেশী এবং বগুড়া জেলার প্রবাসী বৃন্দ।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রবাসীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ সোহাগ মন্ডল, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আসাদুজ্জামান শালুক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাহিনুর রহমান শাহিন নির্বাচিত । কোরিয়াতে ইপিএস কর্মীর সংখ্যা বৃদ্ধি, কাজের পরিবেশের সুবিধা অসুবিধা, ভিসা পরিবর্তনের বিষয়ে আলোচনা, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ, কোম্পানি পরিবর্তনে নিরুৎসাহিত প্রভৃতি বিষয় নিয়ে নির্বাচিত নেতৃবৃন্দ আলোচনা করেন। বগুড়া কমিউনিটির মোঃ রেজাউল করিম, হেলাল খান, রানা প্রামানিক, দুলাল হোসেন,আপেল শেখ, ইয়াসির আরাফাত, আলামিন, শ্রী দুলাল মন্ডল,ইরশাদ হোসেন,সোহেল আহম্মেদ জীবন, এনামুল হক মনি, আরিফ ইসলাম, মাশকুরুল আলম, মামুনুর রশীদ,সোহেল আকন্দ, ফয়সাল আহম্মেদ, আবুহাসান, আলমগীর হোসেন, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাবার পরিবেশন করা হয়।
উৎসবমুখর পরিবেশে সবাই সবার জন্য দোয়া করেন।
Leave a Reply