নোয়াখালী বেগমগঞ্জে গৃহ বধূকে বিবস্ত্র ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ ও মানব বন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২০
  • 322 পাঠক

ফখর উদ্দিন, নোয়াখালী –

নোয়াখালী বেগমগঞ্জে গৃহ বধূকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দার বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে গত সোমবার ৫ অক্টোবর নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি মানবাধিকার সংগঠন ও এনজিও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এসো গড়ি উন্নয়ন সংস্থা, এনআরডিএস, নারী অধিকার জোট, এফপিএবি সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা অনতি বিলম্বে অপরাধীদের দ্রুত বিচারের দাবী জানান সরকারের কাছে।

উল্লেখ্য, গত রোববার ৪ অক্টোবর ঘটনার ৩২দিন পর গৃহ বধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহ বধূর পরিবার কে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তার পুরো পরিবার কে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলেও পুরো ঘটনা দীর্ঘ দিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সহ ৪ জনকে আটক করেছে।
অভিযুক্ত সকল আসামি কে ধরতে প্রশাসন তৎপর বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *