মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী –
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহ বধূকে মধ্যযুগীয় বর্বর নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালী জেলা জাতীয় পার্টির উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর বুধবার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানব বন্ধন করা হয়।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মোসাদ্দেকুর রহমান,আবু বকর ছিদ্দিক খোকন,জাতীয় পার্টি সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবদুর রাজ্জাক ও জাতীয় যুব-সংহতির সভাপতি আবদুর রহিম। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, খালেদ হেলাল, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহবান জানান সরকারের কাছে। এ ধরনের ঘটনা পুনরায় যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানান।
Leave a Reply