ফেনীতে সেফটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 674 পাঠক

সোনাগাজী প্রতিনিধি:
ফেনী শহরের পাঠানবাড়ী শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেফটিক ট্যাংক থেকে ইউনুস বাবু (২৩) নামে শিক্ষার্থীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর শনিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

লাশটি দেখে সনাক্ত হয় সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা ইউনুস বাবু। তার মা রেজিয়া বেগম জানান, নিহত বাবু ফেনী আইসিএসটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তো। করোনাকালীণ সময়ে সে দেশে এসে পিতা-মাতার সাথে ফেনী শহরের একটি বাসায় থাকতো।

জানা যায় শুক্রবার সকালে ওই ভবন থেকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আমান উদ্দিন ভূঞা বাড়ির বাসিন্দা মো. শাহরিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার দেয়া তথ্য মতে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বাবুর বন্ধু শাহরিয়ার বাবুকে ডেকে এনেছিল। হত্যা কান্ডের সাথে ওই বাড়ির কেয়ারটেকার শাহীন সহ একাধিক দুর্বৃত্ত জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার মো. শাহীনকে গ্রেফতার করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করেছে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। সেফটিক ট্যাংকে থাকায় লাশে পছন ধরে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *