চাটখিল প্রতিনিধি –
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের গৃহবধূ জান্নাতুল ফাতেমা (৩০) কে বেধম মারধর করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। গত ১১ আগস্ট বুধবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা হামলা শিকার গৃহবধূকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় ভুক্তভোগী ঐ গৃহবধূ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১১ আগস্ট বুধবার সকাল ১০টার দিকে গৃহবধূ তার পার্শ্ববর্তী আত্মীয় রোজিনা বেগমের কড়িহাটি গ্রামের বাড়িতে দাওয়াতে যান। সেখানে গেলে নোয়াখলা সরদার বাড়ির মো: হাছান (৪০) এর নেতৃত্বে ৮/৯জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ঐ গৃহবধূর উপর হামলা চালিয়ে বেধম মারধর করে গুরতর জখম করে। এসময় গৃহবধূর সঙ্গে থাকা ৫হাজার টাকাসহ স্বর্ণালংকার সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গৃহবধূ তার আত্মীয় রোজিনা বেগমকে সাংসারিক কু-পরামর্শ দেওয়ার অভিযোগ এনে সন্ত্রাসীরা তার উপর হামলা করে।
অভিযোগে আরো জানা যায়, হামলার শিকার গৃহবধূর শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ ঐ সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ঘটনার বিষয়ে থানা-পুলিশের কাছে গেলে তাকে হত্যা করবে। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভুক্তভোগী ঐ গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় ৭জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের কপি নিয়ে সহকারি পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে সুষ্ঠ তদন্তের দাবি করেন।
এব্যাপারে সহকারি পুলিশ সুপার (চাটখিল-সোনাইমুড়ি সার্কেল) সাইফুল ইসলাম খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি অবগত হয়ে চাটখিল থানার ওসি কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বলে জানান।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply