মোহাম্মদ ফরিদ চাটখিল (নোয়াখালী)-
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়পুরে মিরাজ(১৯) এক যুবকের পরিবারের সাথে তার চাচার পরিবারের ঝগড়া বিবাদ ও হাতাহাতি হয়।
এই ঘটনায় গত ২৭ মে বৃহস্পতিবার মিরাজের চাচা চাটখিল থানার খিলপাড়া ফাঁড়িতে অভিযোগ দেন।
এ বিষয়টি জানতে পেরে মিরাজ তার চাচাকে ফাঁসাতে তার বন্ধুদের সহযোগিতায় নিজ বাড়ির পাশে সুপারি বাগানে নিজের হাত সুপারি গাছের সাথে বাঁধে এবং নির্যাতন করা হয়েছে। এমন ভাব ধরে ছবি তুলে তার বন্ধুরা। উক্ত ছবি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে চাচাকে দোষী করে এমন অমানবিক নির্যাতনের বিচার চান। ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাটখিল থানা পুলিশের নজরে আসে।
চাটখিল থানা পুলিশ অনুসন্ধান করে জানতে পারেন মিরাজ এমন ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে চাচাদের উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনা রহস্য উদঘাটনের পর মিরাজের চাচা ইসমাইল বাদী হয়ে মিরাজ ও তার বন্ধুদের বিরুদ্ধে এ ঘটনার জন্য অভিযোগ দায়ের করে। এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।
Leave a Reply