ডেস্ক রিপোর্ট –
নোয়াখালীর চাটখিলে গত ১জুন সোমবার চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথমে চাটখিল আর্দশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাটখিল আর্দশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কে ২-১ গোলে হারিয়ে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।
দ্বিতীয় পর্যায়ে চাটখিল পৌরসভা বনাম মোহাম্মদপুর ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অুনষ্ঠিত হয়। খেলায় চাটখিল পৌরসভা কে ১-০ গোলে হারিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়।
খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
উপজেলা চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন- চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলু, পাঁচগাঁও ইউ.পি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ প্রমুখ।
Leave a Reply