যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বের হয়ে আসা উচিত: ইলন মাস্ক

  • আপডেট সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 41 পাঠক

পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসতে আবারও তাগিদ দিলেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ইলন মাস্ক। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ তাগিদ দেন ট্রাম্প ঘনিষ্ঠ এই ধনকুবের।

মাইক্রোব্লগিং সাইট এক্সের আরেকটি পোস্ট শেয়ার করেন মাস্ক। তাতে লেখা, এক্সিট ন্যাটো নাও অর্থাৎ এখনই ন্যাটো ছাড়ো। সেটি শেয়ার করে মাস্ক লেখেন, আমাদের বেরিয়ে আসা উচিত। প্রতিরক্ষার জন্য ইউরোপে এভাবে অর্থায়নের কোনো মানেই হয় না।

এর আগে গত ২ মার্চও এমন তাগিদ দেন মাস্ক। ওই সময় তিনি এক্সে পোস্ট করে লেখেন, জাতিসংঘ ও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সময় হয়েছে।

মাস্কের একের পর এক মন্তব্য ৩২ সদস্যের ন্যাটোর ভবিষ্যৎ দ্বিধায় ফেলে দিয়েছে। এমনকি গত ৬ মার্চ ন্যাটোতে থাকা নিয়ে মিত্র দেশের সঙ্গে আলাপও করেছেন ট্রাম্প।

গত ৬ মার্চের বিশেষ বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, বিল পরিশোধ না করলে ন্যাটোর মিত্রদের প্রতিরক্ষায় অর্থায়ন করবেন না।

স্নায়ুযুদ্ধের পর সংঘাত এড়ানো ইউরোপের দেশগুলো যোগাযোগ, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশে নির্ভরশীল। আগামী মাসে ৭৬তম বার্ষিকী হতে যাওয়া জোট ন্যাটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই গঠিত হয়েছিল। আর এখন সেই দেশটির থাকা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *