নোয়াখালীর সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ০৭ ডিসেম্বর ) দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “শিক্ষা বৃত্তি- ২০২৫” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের মেধাবী ও নিয়মানুবর্তী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ কামরুজ্জামান ও বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, সাবেক সদস্য সচিব কাউছার আহমেদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অগ্রযাত্রায় আরো গতিশীল করতে এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে প্রেরণা জোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
Leave a Reply