শিরোনাম :
আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তা নোয়াখালী চাটখিলে সন্ত্রাসীদের হামলায় আহত গৃহবধূ নোয়াখালী সেনবাগে নিঃসন্তান গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে নোয়াখালী সুবর্ণচরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু নোয়াখালী সদরে পেটের ব্যথা যন্ত্রণায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা সারাদেশে কঠোর লকডাউন-মাঠে টহলে থাকবে সেনাবাহিনী,পুলিশ,বিজিবি, র‌্যাব নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রীর সাথে অভিমানে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালীতে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক নোয়াখালী সোনাইমুড়ী প্রেসক্লাবে “যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালী সুবর্ণচরে পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

নোয়াখালী সেনবাগে নিঃসন্তান গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জুলাই ২৯, ২০২১
  • 162 পাঠক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সেনবাগে পুলিশ রাহেলা আক্তার কুসুম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
গত ২৮ জুলাই বুধবার উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিদীপুর গ্রামের নুরুল হক মিস্ত্রী বাড়ির নুর মোহাম্মদের মেয়ে।

আটককৃত সাহাব উদ্দিন (৪০) উপজেলার মইজদীপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রশিদ হাওলদার বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিগত ১৩ বছর আগে তাদের বিয়ে হলেও তাদের সংসারে কোন সন্তান হয়নি। সাহাব উদ্দিন পেশায় একজন চা পাতা বিক্রেতা। মঙ্গলবার (২৭ জুলাই) রাতের খবার খেয়ে স্বামী- স্ত্রী ঘুমিয় পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে স্বামী সাহাব উদ্দিন চিৎকার দিয়ে জানায় তার স্ত্রী হার্ট অ্যাটাক করেছে। এরপর বাড়ির লোকজন রাতেই একজন পল্লী চিকিৎসক নিয়ে এলে তিনি তাকে মৃত ঘোষণা করে। তারপর নিহতের মা বিষয়টি সেনবাগ থানা পুলিশকে অবহিত করে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী সাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *