নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর সেনবাগে কয়েলের আগুনে একটি গরুর খামার, রান্না ঘর ও বসত ঘরের আংশিক সহ পুড়ে ছাই হয়ে গেছে ৩টি ঘর।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার ডমুরুয়া ইউপির পরিকোট উত্তর পাড়ার সৈয়দ আলী প্রকাশ সুতা ব্যাপারী বাড়ীতে রফিক মিয়ার পরিবারে ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা রফিক মিয়ার সহ ৫জন আহত হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষাতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ রফিক মিয়ার স্ত্রী বিবি কুলসুম ।
ক্ষতিগ্রস্থ রফিক মিয়ার স্ত্রী বিবি কুলসুম জানান, প্রতিদিনের মত গতকাল রাতেও পরিবারের সকল সদস্য ঘুমিয়ে যান। রাত ৩টার সময় গরুর খামার থেকে বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে দেখে গাভীটা শিং দিয়ে দরজা আগাত করছে খামারে আগুন জ্বলছে। সাথে সাথে চিৎকার শুরু করলে এসময় পরিবারের সদস্যরা সহ আশপাশের লোকজন ঘুম থেকে জেগে উঠে। মসজিদ থেকে মোয়াজ্জিন আগুনের ঘোষনা দিলে স্থানিরা এগিয়ে এসে দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় খামার গরু গুলোকে অক্ষত অবস্থায় বের করতে সক্ষম হলেও একটি গাভী পুড়ে যায়। মধ্যে গরুর খামার, রান্না ঘর সম্পুন্ন, খামারের একটি গাভী ও বসত ঘরের আংশিক পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য পরিবার দাবি করেন।
Leave a Reply