মোহাম্মদ ফরিদ – নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ইয়াছিন আরাফাত (৮) নামে এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শুক্রবার দুপুরে দক্ষিণ বদলকোট সমির উদ্দিন ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত ওই বাড়ির প্রবাসী তাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় মেকরার চর দারুল আরকাম নুরানী-দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বদলকোট গ্রামের দুবাই প্রবাসী তাজুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত শুক্রবার সকালে ঘর থেকে বের হওয়ার ১৫ মিনিট পর বাড়ির নুর আলমের ঘরের সামনে গলায় রশি লাগানো অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তারা শিশুটিকে দ্রুত উদ্ধার করে।
নিহতের মা মানছুরা বেগম জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে রান্না করছিলেন। তার কাছ থেকে যাওয়ার ১০-১৫ মিনিট পর তিনি জানতে পারেন আরাফাত পাশের ঘরের নুর আলমের ঘরের সামনে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তার ছেলে আত্মহত্যা করতে পারে না।
স্থানীয় প্রত্যক্ষদশী সূত্রে জানা যায় ঘরের পাশে থাকা কাপড় শুকানোর রশিতে দুষ্টুমি করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বিস্তারিত।
Leave a Reply