আজাদ মিজি চাটখিল– নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় মল্লিকা দিঘীর পাড় উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতির দায়িত্বভার গ্রহন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ্যাডভোকেট ইয়াছিন করিম।
সভা পরিচালনা করেন মল্লিকা দীঘির পাড় উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি এ্যাডভোকেট ইয়াসিন করিম
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- করোনা ভাইরাসের দাপটে যখন শ্রেণী কক্ষে পাঠদান ব্যহত হচ্ছে তখন শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজ রাখতে হবে। তিনি অনলাইনে পাঠদানের উপযোগী করে তুলতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন উপযুক্ত শিক্ষকরাই শিক্ষার গুনগত মানের উন্নয়ন করতে পারে।
সভাপতি তার বক্তব্যে বলেন – শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জন, সঠিক মানসিকতার অধিকারী, সৃজনশীলতা, মুক্তবুদ্ধির চর্চা , নিজের ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সততা, মানবিকতা, উদারতা ও দেশপ্রেম হবার মধ্য দিয়ে বিশ্বমানব হবে।
এসময় তিনি বিদ্যালয়টির শিক্ষার গুণগত মানের প্রত্যাশা প্রচেষ্টা ও লক্ষ্য অর্জনে উপস্থিত সকলের নিকট সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, ২ নং রামনারায়ণ পুর ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম।
চাটখিল উপজেলার ছাত্র নেতা সালাউদ্দিন সুমন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply