মোহাম্মদ ফরিদ, চাটখিল –
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে গত 29 সেপ্টেম্বর মঙ্গলবার চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরী ও রং মেশানোর অভিযোগে আল্লাহর দান বেকারিকে ৮ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার রান্না ও বাসী খাবার বিক্রির অভিযোগে ম্যাক্স হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ৩০ হাজার টাকাসহ মোট ২ টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার নোয়াখালী জেলা শাখার কর্মকর্তাগন জন সাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার অনুরোধ জানান।
জনস্বার্থে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া ।
Leave a Reply