মোহাম্মদ ফরিদ চাটখিল (নোয়াখালী)-
নোয়াখালীর চাটখিল উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ২৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নতুন ভবন উদ্ভোদন করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। গত 23 নভেম্বর সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবন গুলো উদ্ভোধন করেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলা সভাকক্ষে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী প্রমূখ।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচ এম ইব্রাহিম এমপি শিক্ষাখাতে সরকারের কাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
Leave a Reply